সুখের রাস্তা আজো কেন
পাইনি মাগো খোঁজে
কোমল তোমার বুকটা জুড়ে
রক্তে কেন ভিজে?
পেটের ক্ষুধায় অনাহারে
আজো মানুষ মরে
পথে ঘাটে ধর্ষিতার লাশ
কেন থাকে পরে?
প্রতিবাদের সকল ভাষা
আজকে দেখি সব অচল
গায়ের জোড়ে পরের জমি
মাগো কেন হয় দখল?
সেবার ঘাটে ঘুরে দেখি
শুধু ঘুষের খেলা
আর কতকাল সইবো মাগো
চিত্ত শোকের  জ্বালা?
শোষণ দুষণ আর ভেজালে
সোনার জীবন লাটে
সবল লোকে আজো কেন
দূর্বলের মাল লুটে?
রক্ত দিয়ে জীবন দিয়ে
মুক্ত করে দেশ
পাইনি কেন খোঁজে মাগো
শান্তি সুুখের বেশ?
সাদা শাড়ীর আঁচলে মা
মুখটা কেন ঢাকো
মনের দুঃখ আড়াল করে
লুকিয়ে তুমি থাকো?
দিন রজনী কষ্ট শোকে
তোমার একি হাল
জবাব ঠিকই দিতে হবে
আজ অথবা কাল?