ছোট ছোট দুঃখ ব্যথা
নাহি রেখে মনে
ভুলে যাও ভুলে যাও
নিজ ক্ষমা গুণে।
কিছু ভুল কিছু ত্রুটি
না বুঝে হয়
কিছু রয় স্মৃতি হয়ে
বাকি সব ক্ষয়।
ক্ষমা পূণ্য বাকি শূন্য
গুণে মানে ধন্য
লোকে বলে তারে ভবে
সেই খুব গণ্য।
প্রেম প্রীতি মহৎ অতি
খাঁটি যদি হয়
হেসে হেসে জয় এসে
কাছে বসে রয়।
হিংসা লোভ ভুলে সব
সত্য চাষ হলে
লক্ষ্মী এসে খুশি মনে
চুমে লয় কোলে।
           (২১.০৭.২০ইং)