যাতনা বিষাদের শত রঙ মেখে
আমি দেখি সবকিছু হাসি রেখে মুখে।
জুলুম আর নির্যাতন হোকনা যত
মেনে নেই সবকিছু বোকার মত।
চেয়ে চেয়ে দেখি সব প্রতিবাদ ভুলে
লাঞ্ছনা সয়ে যাই দু'চোখের  জলে।
হায়ানার বিচরণ দেখে পথে ঘাটে
প্রাণ নিয়ে নিমিষে ঘরে যাই ছুটে।
এভাবেই দিনকাল চলছে গো মোর
জানিনা শান্তির সেই পথ আর কত দূর?
বুকভরা আশা নিয়ে আজো  আছি বেঁচে
সুখবর নিয়ে যদি কেহ আসে কাছে।
    (৩০.০৮.২০ইং,দুঃ৩:০৬)