তোমার চোখের নীরব ভাষায় নিতুই কেন ডাকো
যাই যদি গো তোমার কাছে নীরব কেন থাকো?
আমার কাছে তোমার যদি কিছু বলার থাকে
নিঃসংকোচে বলতে পারো বলবোনা তা মাকে।
মনের কথা মনের মাঝে গোপন যদি রাখো
আমায় কেন চলার পথে নয়ন ভরে দেখো?
এই দুনিয়ার রঙ্গশালায় রঙ বেরঙ্গের খেলা
মনের মানুষ খোঁজে পেলে করো নাকো হেলা।
যাকে দেখে তোমার মনে শান্তি আসে ফিরে
আদর সোহাগ দিয়ে তারে নিও আপন করে।
কারো সাথে তোমার মনের মিলন যদি হয়
তারেই বলো সকল কিছু ভুলে প্রাণের ভয়।
বীরের মতো সত্য বলার সাহস যার আছে
কোন কর্মে সে কখনো রয়না পরে পিছে।
লুকোচুরির নেই প্রয়োজন তোমায় বলি আজ
কাকে তুমি ভালোবসো বলো ভুলে লাজ।
সুখে দুখে এই জীবনে আমায় যদি চাও
মধুর মায়ায় ভালোবেসে তোমার ঘরে নাও।
আদর সোহাগ দিয়ে সদা রাখবো যতন করে
পারবে নাকো আমায় ছেড়ে থাকতে কভূ দূরে।
                   (২১/০৩/২১ইং)