যদি থাকে
              মোঃতওহিদুল ইসলাম


হারাম খেয়ে আরাম করে যতোই খোঁজ সুখ
শান্তিহারা জীবন হবে বাড়বে মনে দুখ।
সরল পথে কষ্ট পেলেও থাকে সুখের আশা
পুণ্যকর্মে শেষবিচারে মিলবে শান্তির বাসা।
হিংসা নিন্দা গর্বে শুধু ধ্বংস ডেকে আনে
মানুষ হলে জগৎ জুড়ে মান বাড়ে তার গুণে।
আপন স্বার্থে ব্যস্ত যারা পায়না সঠিক দিশা
পশুর মতোই ব্যর্থ সুখের থাকে প্রাণে আশা।
অতৃপ্তমন ভোগবিলাসে হেলায় কাটায় বেলা
বেলাশেষে চলার গতি থামলে পায় সে হেলা।
আপন কর্মের মালিকানা তুমিই পাবে খোঁজে
সময় থাকতে আসল নকল কাজ করো বুঝে।
আদর করে যারে তুমি হারাম খাওয়াও রোজ
নিদানকালে কেউ নিবেনা আপন ভেবে খোঁজ।
আঁধার ঘরে সন্ধ্যাপ্রদীপ জ্বালিয়ে যদি যাও
বিষাদসিন্ধুর তীরে খোঁজে পাবে সুখের নাও।
ধন্য হবে সোনার জীবন নিত্য খুশির বানে
স্মৃতির খাতা লিখা যদি থাকে পুণ্য গুণে।
                  (৩১/৫/২১ইং)