অনুভূতির শহর ঘুরে পাইনা কারো ছোঁয়া
চেয়ে দেখি ঐ শহরে শুধু উড়ে ধোঁয়া।
যে শহরে মন মিলনের বসতো খুশির মেলা
সেথায় এখন দিনে রাতে নষ্টামীদের খেলা।
ঐ শহরের হাসিরা সব পালিয়ে গেলো দূরে
সুযোগ পেয়ে বিষণ্নরা নাচে গানের সুরে।
ভয় পেয়ে যাই ঐ শহরের আজব রূপ দেখে
সভ্যরা সব নীরব প্রাণে কাঁদে মনের শোকে।
মিছে মায়ায় আর যাবোনা দেখতে কভূ তারে
যেমন আছি তেমন রবো আমি জগৎ জুড়ে।
জ্বলে পুড়ে যতোই হোক শহর মরুভূমি
তবু সেথায় আর যাবোনা মনে রেখো তুমি।