ছন্নছাড়া জীবন মোর
এলোমেলো ভাবনা
কাব্য ছড়া হয়না কিছু
তবু লিখার বায়না।
ভাষা জ্ঞানের বড্ড অভাব
বলে সূধী জ্ঞানীজন
কাব্য লিখে ভাত জোটে না
কেন তবু আয়োজন?
ভাষার মাঠে শব্দ খোঁজে
কেন করি সময় পার
এমন প্রশ্নের উত্তর চাহে
আমার প্রিয়া বারেবার।
কেমন করে বলি তারে
কেন আমি লিখে যাই
কাব্য মাঠে ঘুরে ফিরে
আমি যে কি মজা পাই।
    (০২/০৮/)