ক্লান্তি ভেজা ঘুমের ভেতর
স্বপ্নে দেখি আমি
আমার ঘরে আগের মতো
প্রবেশ করছো তুমি।
গায়ে তোমার নীল শাড়ী
কোঁপায় গাঁথা ফুল
থমকে উঠে,দাঁড়িয়ে দেখি
সত্যি নাকি ভুল?
বিষাদ আঁধার তাড়িয়ে যেন
জাগছে আলোর ভোর
সত্যি তুমি অতি কাছে
নয়কো বেশি দূর।
প্রণয় বানে ছলনার ঢেউ
হারিয়ে গেলো দূরে
খুশির রেখায় লজ্জ্বা ভুলে
জড়িয়ে ধরলে মোরে।
এমন সময় হঠাৎ করে
আমি জেগে দেখি
বিরহী মন যা দেখেছে
বাস্তবে তা মেকি।
কল্পনাতে যা হয় সত্য
বাস্তবে তা নয়
পরের আশায় কারো কারো
জীবন ব্যর্থ হয়।