হাত পা আমার বেঁধে রেখে
গৃহে বন্দি করে
সাধ মিটালে যন্ত্রনার ঐ
মাত্রা প্রয়োগ করে।
গলা টিপে মুখের ভাষা
স্তব্ধ করে মোর
কাম পিপাসায় লুটে নিলে
সর্ব সুখ তোর।
অন্ধ তোরা আকীর্ণ সব
লাগাম ছাড়া ঘোড়া
নষ্ট করলে জীবনটা মোর
কোন যু্ক্তিতে তোরা?
শক্তি সাহস যতই থাকুক
হৃদ মাজারে তোর
নয়ন মেলে দেখবেনা আর
প্রভাত আলোর ভোর।
পাষাণ হিয়ার বিচার হবে
আজ অথবা কাল
সোনার তরী সত্য জলে
উড়ায় যদি পাল।
            (২৮.৯.২০ইং)