কিছু কথা ব্যথার কাঁথায়
লুকিয়ে থাকে মনে
জ্বালা বাড়ায় গ্রীষ্ম শীতে
লুকিয়ে হৃদয় কোণে।
দেয়না ধরা কয়না কথা
নিতুুই ভাসে চোখে
শান্তি কেঁড়ে নিয়ে সদাই
রাখে দুখে দুখে।
আড়াল থেকে বিষের বাঁশী
বাজায় গভীর রাতে
বাঁশির সুরে আপন মনে
একতারা লই হাতে।
গোপন কথা রইলো গোপন
আর হলোনা প্রকাশ
ভবের হাটে পাইনি তারে
কোথাও করে তালাশ।
পাই যদি গো এই জনমে
কোথাও খোঁজে তারে
জানতে চাইবো কোন দোষে
রাখলে মোরে দূরে?