শেষ বেলাতে এমন কি জল
তুমি ফেলে গেলে
দিবা নিশী অন্তর পুড়ে
সর্ব অঙ্গ জ্বলে?
অথৈ জলে সাঁতার কেটেও
হয়না দেহ শীতল
তোমার শোকে মোর দেহ
হারায় সকল বল।
তোমার চোখের অশ্রু জলে
অনেক মধুর মায়া
চোখের তারায় দিন রজনী
ভাসে সেই ছায়া।
আমার একটু ভুলের তরে
অশ্রু ঝরে তোর
এখন আমি বুঝতে পারি
তুমি কেন দূর?
আর হবেনা এই জীবনে
তোমার সাথে দেখা
পারলে আমায় ক্ষমা করো
ভেবে অতীত সখা।
আমার ভুলের নেইকো ক্ষমা
জানি তোমার কাছে
ফিরিয়ে নিও সেই অভিশাপ
জীবন যেন বাঁচে।
আমার ভুলের মাশুল দেবো
তোমার সুখের তরে
কষ্ট ব্যথা দূর করিবো
সেই আহ্লাদে তোরে।
মলিন মুখের অশ্রু জল
আঁচল দিয়ে মুছে
চুমে চুমে করবো আদর
দুঃখ যেন ঘুচে।
       (০৮/০২/২১ইং)