যেওনা আসল ভুলে
           মোঃতওহিদুল ইসলাম


ক্ষণিকের দয়ামায়া সবকিছু ভুলে
খালিহাতে যেতে হবে সবকিছু রেখে
দিবানিশী তবু কেন স্বার্থের মোহে
আলেয়ার পিছে ঘুরি ক্ষণিকের সুখে।
স্বার্থের ব্যাঘাতে হিংসায় ডুবে
প্রতিযোগিতায় নামি অপরের দুখে
হিতাহীত জ্ঞান ভুলে ছলনার পথে
কেড়ে নেই সবকিছু আপনার সুখে।
বিচারের মুখোমুখি হতে যে হবে
সে কথা ভুলে যাই অলক্ষ্মীর ডাকে
যা কিছু করে যাই রবে স্মৃতি হয়ে
সুখ দুখের ফয়সালা হবে তা দেখে।