জন্ম আমার স্বার্থক হলো জন্মে এই দেশে
সবুজ শ্যামল গাছের ছায়া রাখে ভালোবেসে।
প্রভাত রবির আলোর রেখা স্নিগ্ধ শশীর আলো
গভীর মায়ায় যতন করে রাখে মোরে ভালো।
পাখ-পাখালির মধুর তানে দুঃখ ভুলে সব
বাংলা মায়ের রূপ দেখে হই আমি আজ নীরব।
নদীর বুকে মাঝির কণ্ঠের মন ভোলানো গান
মোহ মায়ায় হয় গো শীতল আমার মনোপ্রাণ।
দৃষ্টি মেলে যখন দেখি নিত্য রূপের দৃশ্য
যাই হারিয়ে গোপন সৃষ্টির জেনে অল্প রহস্য।
সোনাফলা মাটি যখন ফুল ফসলে ভরে
ইচ্ছে করে বেঁচে রই এই মাটির উপরে।