জানি ভালো বুঝতে পারো মনের গোপন কথা
আমায় তবু মাঝে মাঝে কেন দাও ব্যথা?
আসবে বলে হাসির ছলে মিষ্টি কথা বলে
লুকিয়ে কেন থাকো তুমি অন্ধ মোহের ছলে?
যখন আমি পাইনী খুঁজে বন্ধু তোমার দেখা
এই পৃথিবী শূন্য লাগে থাকি যখন একা।
আমার চোখের তারা তুমি নীল গগনের চাঁদ
তোমায় দেখতে তাইতো জাগে মনে বড় সাধ।
হাসি মাখা মুখটা যখন দেখতে নাহি পাই
কাজ কর্ম নাওয়া খাওয়া সবই ভুলে যাই।
মান অভিমান ভুলে সখা আমার কাছে এসে
মনের যতো গোপন কথা একটু বলো হেসে।
এই জীবনের কি চাহিদা বললে হাসি মুখে
চুকিয়ে দেব লেনাদেনা আমি তোমার সৃখে।
দেখবো যখন তোমার মুখে পূর্ণিমার ঐ হাসি
দুঃখ ব্যথা ভুলে আমি হবো বেজায় খুশি।
তুমি যদি আমার পাশে ছায়া হয়ে থাকো
ধন্য হবে জীবন মোদের একটু মনে রেখো।
যুক্তি তর্কে এই আমাকে যোগ্য মনে হলে
কাছে এসে হাসিমুখে নাও গো তুমি কোলে।
                  (২৬/৮/২১ইং)