শেখার জন্য জানার জন্য
পড়তে মোদের হবে
এসো বসে বই পড়ি
খোকা খোকী সবে।
গুণে মানে বড় যদি
হতে চাও ভবে
প্রাণ খোলে খুশি মনে
বিদ্যা শিখো তবে।
জ্ঞান গরিমায় বড় যদি
না হওয়া যায় ভবে
ধরার বুকে মনুষ্যত্বের
মূল্য নাহি রবে।
বিদ্যা হলো পরম সখা
সদাই পাশে রয়
আলোর পথে চলতে মোরা
করবো নাকো ভয়।
জ্ঞান সাধনায় যেজন ভবে
হেলায় কাটায় বেলা
সভ্য মানুষ তারে নিয়ে
নিতুই করে হেলা।
স্বপ্ন জয়ের শপথ নিয়ে
জ্ঞানের রথে চড়লে
চলার পথে বন্ধ দোয়ার
এমনি যাবে খোলে।
এখন সময় জ্ঞান সাধনার
ভিন্ন কিছু নয়
বুক ভরা সাহস নিয়ে
আধাঁর করো জয়।