বিষণ্নদের খেলা চলে সবুজ মাঠের বুকে
ভোক্তভোগী আমজনতা কাঁদে মনের দুখে।
জ্ঞানী গুণী সভ্য যারা পায়না কোন মান
কুজন লোকের কাছে তারা পায় অপমান।
লড়াই বড়াই জবর দখল করতে যারা পারে
যোগ্য আসন অযোগ্যরাই রাখতে পারে ধরে।
জ্ঞানী গুণী শক্তিহীন আজ ডিজিটালের যুগে
রোগে শোকে কষ্টে তারা আজকে দেখি ভোগে।
ন্যায় নীতির ক্রান্তিকাল চলছে দেশ দেশে
অসৎ পথের যাত্রীরা তাই ঘুরে হেসে হেসে।
উপদেশের শতবাণী অচল অসার দেখি
কথা কাজে পাইনা মিল কর্ম সকল মেকি।
মিথ্যা বলার রেওয়াজ বেশি সত্য রসাতলে
ন্যায় বিচার ঢের বেশি পায়না এই কালে।
              (০৪/০৬/২১ইং)