কল্যাণ দান করো প্রভূ সৃষ্টির তরে
সবাই যেন তোমায় ভক্তিতে স্মরণ করে।
পাপী তাপী যত আছে গুণাহগার  সকলের গুণাহ ক্ষমা করে দাও এবার।
সৃষ্টির যত মহিমা সকলি তোমার
বিবেক জাগিয়ে দাও ফরিয়াদ সবার।
গুণে মানে জগতে যারা হয়েছে মহিয়ান
সে পথে রেখে সকলের বাড়িও মান।
অভিশপ্ত হয়েছে ভবে যুগে যুগে যারা
যেতে দিওনা কভূ সে পথে সারা।
তোমার প্রেমের ষ্পর্শ পেয়ে মত্ত যেন রই
ব্যর্থপ্রাণে মনের কথা প্রভূ তোমায় কই।
প্রশংসা আছে যত সবই তোমার তরে
খাঁটি বান্দা বলে রেখো যতন করে।
তুমি মহান অধিপতি অসীম দয়ালু
তোমায় চিনিতে বিবেক ভরে দিও আলো।
বিচ্যুত নাহি যেন হই তোমারই প্রেম হতে
সে ক্ষমতা দিও মোরে তব রহমত হতে।
  (২০/০৫/২০ইং,রাঃ১০:৫৪)