কেন প্রাণে ভয়
        মোঃতওহিদুল ইসলাম  


নিষ্ঠুরতার হোলিখেলায় চলছে মহোৎসব
সভ্যরা সব ঘুমের ঘরে নেইতো কলরব।
প্রবল বেগে তপ্ত হাওয়ায় জ্বলছে
ধরাময়
কু কর্মেতে চলছে মানুষ নেইকো প্রাণে ভয়।
পথের ধারে শিক্ষাঙ্গনে পরে থাকে লাশ
সত্য পথের পথিক হলেই পাছায় পরে বাঁশ।
অকল্যাণের মঞ্চ যেন এই পৃথিবীর মাঠ
কুজনেরাই আজকে দেখি এই সমাজের লাট।
আলোর পথের সোনার তরী মাঝিবিহীন আজ
গায়ের জোরে অসভ্যরাই মাথায় পরে তাজ।
ফসল বুনার এখন সময় আলসেমী আর নয়
শান্তির পথে চলতে ফিরতে কেন এত ভয়?