স্কুল পালানো ছেলেটা আজ
ঘরের কোণে বন্দি
নেই ঝামেলা পড়া-লেখায়
তবু ফাঁকির ফন্দি।
পড়া লেখার চিন্তা এখন
আগের মতো নেই
শাসন বারণ শুনলে বলে
একটু খেলে নেই।
খেলার মাঠে খেলতে মানা
কোথায় বলো যাই
লক ডাউনের লন্বা ছুটি
কি করে কাটাই?
ছেলের কথা শুনে মা
মুসকি হেসে চায়
'করোনা'র ভয় মাথা রেখে
নীরব হয়ে যায়।
মরন ব্যাধি এই করোনার
কি যে যন্ত্রনা
যারে ধরে ঝাপটি মেরে
সে আর বাঁচেনা।
আঁধার যেন ঘনিয়ে এলো
ধরার বুকে নেমে
কেউ জানেনা তার গতি
কবে যাবে থেমে?
    (০৪.০৭.২০ইং,বিঃ৪:০১)