কাজ করো ভেবে
         মোঃতওহিদুল ইসলাম


উপরেতে পরিপাটি ভিতরটা খালি
মানহীন নাচ হলে পাবে চুনকালী।
যে নাচে সকলেই হাসে খুশি মনে
সেই বেশে নানা রূপে নাচো গোপনে।
নিজেকে বড় ভেবে যদি করো কাজ
মনে রেখো সে পথে তুমি পাবে লাজ।
কোন কিছু চিরদিন থাকেনা কারো
সে কথা মনে রেখে ভেবে কাজ করো।
ক্ষণিকের মোহে পরে আসল ভুলে
মন্দেরে নিওনা টেনে কভূ কোলে।
অতীতের পাতা থেকে নিলে কিছু শিখে
বিপদে না পরে রবে চিরসুখে।