সৃষ্টি গুণে স্রষ্টা তুমি
দয়া গুণে দয়াবান
মুশকিলে পড়িলে বান্দা
উদ্ধার করে দাও প্রমাণ।
সৃষ্টি সুখের আনন্দে গো
তুমি গড়ে এই বাগান
মানব ধ্বংস করে তুমি
কেন করবে অসম্মান?
তুমি রহিম তুমি রহমান
জ্ঞানে গুণে প্রজ্ঞাবান
মানব মনের ভুলের ঘরে
আবার গড়ো ফুলবাগান।
বাঁচলে মানব ধরার বুকে
তোমার শানে গেয়ে গান
নতশিরে সেজদা করে
বাড়াবে গো তোমার মান।
আজাব গজব দিয়ে যদি
প্রেমের খেলা শেষ কর
আল্লাহ বলে কে ডাকিবে
আমার গুণাহ মাপ কর?