ক্ষণিকের মোহ মায়া ক্ষণিকের আশা
তবু মানুষ নিজ সুখে গড়ে তার বাসা।
চাওয়া পাওয়ার নেই যেন কারো কোন শেষ
অতৃপ্ত বাসনার কত কি যে বেশ!
চাহিদার নেই শেষ মানবের মনে
সুখ খোঁজে ভুল পথে হেসে ক্ষণে ক্ষণে।
এই সুখ নয়কো শেষ সুখ তার
তবু তার পিছু ঘুরে শুধু বার বার।
বসে বসে বৃথা বেলা করে যারা পার
বেলাশেষে চেয়ে দেখে সকলি আঁধার।
পূণ্যের পথে যারা করে যায় কাজ
অমানুষ দূর থেকে পায় বড় লাজ।
হিংসার অনলে পুড়ে সদা যার মন
কেঁদে কেঁদে হয় তার এ ভবে মরন।
অদৃশ্য আছে যা কাঙ্খিত বেলা
আলোর মাঠে কর তারে নিয়ে খেলা।
   (৩১/০৫/২০ইং,বিঃ৩:৪০)