খুশি হও
            মোঃতওহিদুল ইসলাম


চারদিকে শঙ্কা হাতছানি বিপদের
মহামারী করোনা ছাড়েনা আমাদের।
তবু এলো মুসলিমের ঘরে খুশির ঈদ
খুশিতে ভুলে গেছে খোকা খুকী নিদ।
নেই কারো মনে আজ বিষাদের ছায়া
শোক দুখ ভুলে সবে ছড়াবে মায়া।
বাহারী পোষাকে খুশিমনে সকলে
ছুটে যাবে ঈদগাহে প্রার্থনায় সকালে।
এবারের ঈদ হোক মানবের মুক্তির
রহমত ঝরে পড়ুক বাঁচার ঐ যুক্তির।
অশ্রুজলের মনের কথায় সুখ যেন পাই
ক্ষমা করো আল্লাহ তুমি ওহে মালেক সাঁই।
পাপী তাপী বান্দা মোরা অবোধ নালায়েক
পরিত্রানের পথ দেখাও দয়াতে মালেক।
ঈদ আনন্দ সারাবছর পাই যে মোরা খোঁজে
সেই খুশি আল্লাহ তুমি দিও সবার মাঝে।
মোদের কথায় প্রভূ যদি নাইবা করো ক্ষমা
শ্রেষ্ঠ নবীর উসিলাতে প্রেমের দাও উপমা।
তোমার কাছে আমরা যতই হইনা দয়াল দোষী
ক্ষমা করে বান্দার গুণাহ মাফ করে হও খুশি।
                    (১৩/০৫/২১ইং)