খুশিমনে পড়
            মোঃতওহিদুল ইসলাম


রাগ করে সোনামণি
মান করোনা আর
বাজার থেকো এনে দেবো
তোমায় সোনার হার।
ভুলে যাও মনের ক্ষোভ
আমার পানে চেয়ে
হাসি মুখে পড়তে বসো
মিষ্টি দু'খান খেয়ে।
জ্ঞান গরিমায় বড় হলে
আগে পড়তে হবে
তা নাহলে মানব জীবন
পশুর মতো হবে।
শান্তি সুখ চাইলে ভবে
জ্ঞান সাধনা করে
আলোর পথে পা বাড়িয়ে
জীবনটা নাও গড়ে।