কেঁদে কেঁদে এই জগতে হলো যে আসা
ধীরে ধীরে বেড়ে গেলো মনে বড় আশা।
সময় স্রোতে ভেসে ভেসে চলে গেলো বেলা
কেহ দিলো ভালোবাসা কেহ করলো হেলা।
দুঃখ সুখের ভেলায় চড়ে নীরব প্রাণে চলা
যা দেখেছি দৃষ্টি মেলে যায়না সকল বলা।
এই জীবনে চলার পথে যা পেয়েছি খোঁজে
নকল ফেলে আসল যাহা সব নিয়েছি বুঝে।
বেলা শেষে হঠাৎ যখন দেখি জীবন খাতা
শোকের কথায় ইতি টানা দেখি সকল পাতা।
কি হবে আর অশ্রু ফেলে ইতি টানার কালে
আমার তরী ভাসিয়ে দেবো পাল উড়িয়ে জলে।
            (০২/০৭/২০ইং)