মানবতা বির্জীত কুৎসিত রূপ দেখি নয়ন মেলে
গাও-গেরাম শহর বন্দর জুড়ে হতাশার মাঠে পাষাণ খেলে।
ব্যঞ্জনার সুর বাজে আজো লাঞ্ছিতের বুকে
স্নিগ্ধহাসির রূপ দেখিনা মানবের ঠোঁটে মুখে।
অনামিশার কালো রেখায় মানব প্রাচীর ঢাকা
অবরোধ সরল পথ রুদ্ধ সত্যের চাকা।
ক্ষুধার্তের খাবার লুটেপুটে খায় ঐ সে পাষাণমন
হিংসার আগুনে পুড়ে ছাই ঘর বাড়ি বন।
নির্দয় করোনা মৃত্যুমিছিলে অগণিত জনতার ঢল
তবু থামেনি ঐ লুটেরা দলের ভোগ দখল।
গুম-খুন ব্যভিচার ধর্ষণ যাচ্ছেনা রুখা
নির্লজ্জ্ব মানবতা জগতে আজ অবোধ খোকা।
কুলষিত বিবেক নিয়েছে মেনে অপরাধের শতধারা
কুজনের দাপটে সভ্যরা হয়েছে দিশেহারা।
অভিলাষী মন হারালে ব্যথার জলে
জ্যোৎস্নার আলো কি করে খুঁজে
নিবে কোলে?
        (০৭/০৭/ইং,বিঃ৪:৩৪)