কিছু দোষ তোমারও ছিল
            মোঃতওহিদুল ইসলাম


এ ভাবে চলে যাবে তুমি
তা ভাবীনি আমি,
হয়তো ছিল আমারও কিছু ভূল
চলার পথে,জীবনের খেলা ঘরে
তাই বলে কি কষ্ট দিবে আমায় এমন করে।
মেনে নিলাম,কোন দোষ ছিলো না তোমার
সব অন্যায়,অপরাধ শুধুই আমার,
ভূলগুলো শোধরানোর দ্বায়িত্ব কি
ছিলো না তোমার?
এমন তো কথা ছিল না সূচনায়
তবে কেন থাকবো আজ বেদনায়?
অযত্ন অবহেলায় রাখিনী তোমার স্মৃতি
ভাবায়,কাঁদায় তবু জানাই নীরবে প্রীতি,
করবো না আর তোমায় মিনতি
যেথায় সুখ পাও বেশি
সেথায় থামাও জীবনের গতি।