আমি যা করি তা নিও মেনে তোমরা আজ সবে
অযথাই রাগ করে কেন বঞ্চনার শিকার হবে?
যা কিছু বলার আছে নীরবে বলো পরে
এখন শুধু খুশি মনে বলিতে দাও মোরে।
চেয়ে দেখো শুধু দু'টি আঁখি মেলে
কতোনা রঙে আমি মাঠে যাই খেলে।
দুঃখ ব্যথা নেইকো কিছু শুধুই সুখের মেলা
আমার সুখে সবাই হাসে ভুলে সকল হেলা।
তোমায় নিয়ে ভাবার মতো সময় নেই আজ হাতে
টেনশনেতে যতই তোমার ঘুমনা আসুক রাতে।
            (১৮.০৯.২০ইং)