করবে যা পাবে তা
           মোঃতওহিদুল ইসলাম


ঘনঘন বৃষ্টির ফোটায়
আজকে খুশি সকল ব্যাঙ
দুঃখ শোকে শিয়াল পন্ডিত
রাগে দেখায় তাদের ঠ্যাং।
রোদ বৃষ্টিতে শিয়াল মামার
বিয়ে হবে আজ
পরের ক্ষতি করতে কেন
লাফাও ভুলে লাজ?
অতি বৃষ্টি বারি বর্ষণ
হয় যদি দেশে
বন্যায় ভাসবে সব কিছু
তুমি মরবে শেষে।
নিজের সুখে পরের ক্ষতি
যেজন ভবে চায়
সেই ক্ষতিতে সেও একদিন
নিজেও পরে যায়।