রসের নদী শুকনো এখন
ধূ ধূ বালুচর
শান্তি সুখের ঢেউগুলো সব
সুরঙ্গের ভিতর।
ভোরের আলোয় যায়না দেখা
সেই মায়াবীবন
আঁধার ছায়ায় শান্ত জীবন
শ্মশানের মতন।
আঁকা বাঁকা পথের ধারে
বিষবৃক্ষের সারি
বোধহারা সব হেসে খেলে
করছে খবরদারী।
    (০৩/০৩/২১ইং)