কোন পথে
            
আপনার স্বার্থে সকলেই বেহুস
অশান্ত পৃথিবীতে অসহায় মানুষ।
বিপদে কেউ আর নেই কারো পাশে
মানুষ আজ ঘুরে বেড়াই নিষ্ঠুর বেশে।
প্রেম যেন চলে গেছে নির্বাসনে
সেই ভাব দেখি আজ দু'টি নয়নে।
প্রেমহীন পৃথিবীতে বিবেক আজ অন্ধ
প্রণয়ের সব পথ হয়ে গেছে বন্ধ।
অসহায় মানবের হৃদয়ে পেরেক
পাষাণের মতো চেয়ে দূর থেকে দেখ।
যাতনা বিষাদে যতই পড়ুক দু'চোখের পানি
কেউ এসে শুনাবেনা শান্তির বাণী।
কেউ যেন কারো নয় দেখি এই বেশ
শোষণে দোষনে মানবতা হলো শেষ।
      (২৩/০৬/২০ইং,দুঃ২:৩০)