কুটচাল
      মোঃতওহিদুল ইসলাম

মানবতার গায়ে জ্বর
থাকে খড়ের ঘরে
কাঁথা নেই বালিস নেই
শীতে কেঁপে মরে।
নীরস তেলে আশার প্রদীপ
নিবু নিবু জ্বলে
সত্যবাবুর গলায় ধরি
দিন কি সুখে চলে?
ভাটার টানে জীবনতরী
বন্ধ্যা নদীর জলে
কান্ডারী সব দিশেহারা
প্রেতাত্মাদের চালে।
সোনার মাটি মৃত্যুপুরী
প্রতিহিংসার ছলে
মরছে মানুষ পথে ঘাটে
নিষ্ঠুরতার কলে।