আশার আলোয় পৃথিবী
নাহি যদি সাজে
স্রষ্টার প্রেম মানুষ
নিবে কি খোঁজে?
চোখের জলে যখন
আরশ কাঁপে খোদার
করুণায় আলোর জ্যোতি
আঁধারে বিলায় আবার।
আহ্লাদ হাসিতে বিধাতা
শুধু নহে খুশি
পাপীকে ক্ষমা করে
মজা পায় বেশি।
ভাঙ্গা গড়ার খেলা
সৃষ্টির আদি ধারা
বিরহে মানুষ তুমি
কেন হবে দিশেহারা?
যেই আগুন জ্বলে
পলকে পলকে ভবে
তাঁরই করুণা গুণে
আবার যায় নিবে।
ভালো আর মন্দ
যিনি বুঝে বেশি
সকল কাজে মানুষ
তাঁরে রেখো খুশি।
  (২৪/০৪/২০ইং,সময় -০৩:২২)