জাহান্নামের পদচিহ্ন যখন দেখি মানবমুখে
বিষম কষ্টে অন্তর ফেটে অশ্রু ঝরে চোখে।
মুখে মধু অন্তরে বিষ থাকলে মানব মনে
মানুষ বলে কেমন করে তারে নেবো মেনে?
জন্মে মানুষ কর্মে পশু এই যদি হয় কাজ
পালিয়ে যাবে শয়তানের দল পেয়ে বিষম লাজ।
হিংসা মোহের হাট বাজারে হলে লেনাদেনা
সেই বাজারে মানুষ পশু যায়না কভূ চেনা।
মানব পশু এক ঘাটে খায় যদি গো জল
আঁধার নেমে এই জগতে বইবে শোকের ঢল।
মনুষ্যত্বের গুণাবলী হারাও যদি ভবে
শ্রেষ্ঠত্বের সেই মূল্য তবে কোথায় খুঁজে পাবে?৯
            (১৭.০৯.২০ইং)