দয়া মায়া প্রেম প্রীতি
নেইকো আগের মতো
মানব দেহে চোখ আছে
দেখে অন্ধের মতো।
কারো শোকের ভার কেহ
নেয়নি তুলে কাঁধে
লোভ লালসার নিত্য লড়াই
চলছে পদে পদে।
কুজন লোকের চোখ ইসারায়
সমাজ শাসন চলে
নিয়ম নীতির ধার ধারেনা
যা খুশি তাই বলে।
আঁধার পথে যাচ্ছে যেন
সবাই জেনে শুনে
জ্ঞানী গুণী নীরব প্রাণে
নিচ্ছে সবই মেনে।
সন্ধ্যা প্রদীপ জ্বালাবে যে
সবার ঘরে হেসে
কোথায় তুমি সেই দরদী
এসো বীরের বেশে।
  (১০/০৬/২০ইং,রাঃ১০:৩৫)