উচ্চ বিলাসী কবিতা এখন শহরে বাস করে
ইট পাথরের মত শক্ত হৃদয় নিয়ে সারা শহর ঘুরে।
বড্ড ব্যস্ততা বেড়ে গেছে আধুনিকতার ছোঁয়ায়
পাওয়ার বাসনায় তৈল মর্দনে এখন সময় কাটায়।
হঠাৎ রুচিবোধ বদলে গেছে স্বৈরশাসকের মতো
রঙধনুর রঙ্গের মতো শ্রাবণের ঐ মেঘের মতো।
বেআব্রু পোশাক পরিধানে আজ লজ্জ্বা পায়না
টাকাই সব নগ্ন গতর বেশরমারা  চোখে দেখেনা।
ভন্ডামী নোংরামী বেহাপনার নতুন নাম আধুনিকতা
নৈরাজ্য সন্ত্রাস ধর্ষণ ওদের চোখে আজ সভ্যতা।
ইবলিশ হাসে খোদার আরশ কাঁপে জগণ্য পাপে
মানবপশু রাস্তায় মরে দূর্বল মানুষের অভিশাপে।
স্বামীর সোহাগ ভুলে পরপুরুষের সাথে ক্লাবে থাকে
নষ্টা চরিত্রের কলঙ্কিনী নারী স্বর্গ সুখের স্বপ্ন দেখে।
গোপন আব্রু এখন পথে ঘাটে সস্তায় বেচাকেনা হয়
তাইতো ধরায় কঠিন আযাব গজব নাজিল হয়।
নির্লজ্জা কিছু নারী পুরুষ নগ্নতাকে ব্ড্ড ভালেবাসে
উন্মুক্ত পরিবেশে কাম জানালা খুলে দিয়ে হাসে।
মানব পশুর একই খেলা হলে পৃথিবীর মাঠে
কবিতার সেই স্বপ্ন সাধ যাবেনা কি সহসা লাটে?
                       (১৮/০৬/২১ইং)