সাদা কালো জীবনটাকে
সাদা সুতোয় বেঁধে
মানবজমিন আবাদ করি
সব আগাছা বাদে।
শ্রম দিয়ে ফসল ফলাই
আপন মনের মাঠে
সোনার ফসল ঘরে তুলি
হাসি রেখে ঠোঁটে।
আঁকা বাঁকা পথ ভুলে
সরল পথে চলি
মনানন্দে পুষ্প কলি
নীরবে লই তুলি।
খরা- বন্যায় আশার ফসল
হয়না কভূ নষ্ট
সুখের মালিক দূর থেকে
দেয়নি কোন কষ্ট।
সুখে আছি ভালো আছি
এই জগতে আজ
আমার সুখে হিংসায় পুড়ে
কেউ পেয়োনা লাজ।