মানে বুঝিনা
        মোঃতওহিদুল ইসলাম


তোমাকে ভুলিনা হারাই না
মমতার চাদরে ঢেকে রাখি
সারাবেলা নীরবে নিভৃতে মনের গহীনে,
যেখানে ঝড় বৃষ্টি খরা বন্যায়
কোন ক্ষতি করতে পারেনা।
সেখানে পরম যত্নে সযতনে রেখেছি
নয়নে নয়ন ভরে বারে বারে দেখি
তোমার সেই স্মৃতি আছে বেশ সুখী।
নানা রূপে নানা ভাবে কল্পনার জাল বুনে
তোমাকে আবিষ্কার করি নতুন করে
গোপন রাখি প্রণয়ের আদি রূপ।
ভাবনার সাগরে তরী বেয়ে যাই
সেই মোহনীয় রূপের মোহে
নদীর মোহনায় থমকে দাঁড়াই!
এই বুঝি এলে সেই বেশে তুমি
আলোকিত করতে মোর মনোভূমি,
বৃথাই আশা ছলার খেলা হেলার মেলা।
আঁধার বলয় যেথায় তুমি গড়ছো অগোচরে
নির্জনে আজো খুঁজে ফিরি সেথায় তোমারে
নানা উপমায় নানা রঙ্গে ভাবের ছন্দ তালে
তোমার কথা তুলে ধরি কাব্যের ক্যাম্পাসে।
অসমাপ্ত জীবনের কথা অসমাপ্তই থাকে
চোখের জলে কাগজের পাতা ভিজে শোকে
ব্যথা বেদনার তীব্র স্রোতের টানে
জীবন চলে তবু তোমার ধ্যানে,বুঝিনা এর কি মানে?
                      (১৭/০৪/২১ইং)