আমার গাঁয়ের মনু ভাই
সবার কাছে ভালো
লিকলিকে পাতলা গড়ন
দেখতে বিষণ কালো।
কাব্যের ছন্দে কথা বলে
দেখায় কবির ভাব
মন্দ কাজের ধার ধারেনা
কি সুন্দর স্বভাব।
ছেলে বুড়ো সবার কাছে
সে খুব প্রিয়জন
গল্প শোনে খুশি হয়
বিষন্ন যার মন।
খেলাধুলা গান বাজনা
যখন যেথায় হয়
সবার আগে সেখানে সে
হাসি মুখে রয়।
আনন্দে আর বিনোদনে
খুশি সারাক্ষণ
মাঝে মাঝে নামাজ পড়ে
যখন চাহে মন।
দুঃখ ব্যথা গোপণ কথা
রাখে আড়াল করে
ঝগড়া বিবাদ দেখলে পরে
ঝাপিয়ে সেথা পরে।
ছোট বড় যার সাথে
যখন দেখা হয়
ভালো মন্দের খোঁজ খবর
সেই আগে লয়।