মানুষ হও
                মোঃতওহিদুল ইসলাম


বিষবাষ্প বহমান পৃথিবী আজ নীরবে কাঁদে
সে কান্না কেউ শোনেনা নগ্নতার বিষম স্বাদে।
স্বপ্নভরা আশার ঘরে বিষাদের কালো ছায়া
নিষ্ঠুরতার হোলিখেলায় ভুলেছে সবাই মায়া।
পৃথিবী ভুলেছে মধুর হাসি বৈরী মেঘের টানে
মনুষ্যত্ব বোধ হারিয়ে মানুষ পশু কর্ম সন্ধানে।
আরশ কাঁপে অন্তরাত্মার কষ্টের অভিশাপে
সজীবতাহীন বৃক্ষ লতা প্রাণহারা খর তাপে।
রেওয়ারিশ লাশের মতো ধরণী রয়েছে শোয়ে
রক্ত বন্যায় সোনাফলা মাটি যাচ্ছে ক্ষয়ে ক্ষয়ে।
পঞ্চমীর চাঁদ লজ্জাতে ঢাকে তার মায়াবী মুখ
মেকি অভিলাষে ছড়াবেনা স্নিগ্ধতার সেই সুখ।
ক্ষুধা তৃষ্ণায় গুমরে কাঁদে কতনা মানব প্রাণ
কুজনের হাতে কত সুজনের নীরবে যাচ্ছে জান।
অলক্ষ্মীদের পদচারণায় শঙ্কিত সকল জনপথ
অন্যায় পথে ছুটছে মানব ভুলে ন্যায়ের মত।
সর্বস্ব মিথ্যা আর ভোগের দেখি নিত্য আয়োজন
ছলনার খেলায় দর কষাকষি বিনাশের বিস্ফুরণ।
মানব যদি মানুষ হয় গুণে মানে ধরার বুকে আগে সভ্যতার ফুল ফুটবে আবার শান্তি সুখের বাগে।
                     (২২/০৫/২১ইং)