কেমন তোরা সোনার ছেলে কর্ম এমন বুরা
রাস্তা ঘাটে নোংরামীটা আজও করিস তোরা?
কর্ম দেখে শয়তানও আজ বিষম লজ্জা পায়
মানুষ হয়ে পশুর কর্ম কেমনে শোভা পায়?
আমজনতা কষ্ট ব্যথায় জানায় ক্ষোভে ধিক
বিচার দাবী করছে সবাই শুনছি চতুর্দিক।
নোংরাজলে সাঁতার কেটে চাইলে ভবে কিছু
ব্যর্থ হবে সকল আশা মাথা হবে নিচু।
গুণে মানে বড় হলে খ্যাতি যাবে বেড়ে
মন্দ যতো কর্ম আছে দাও গো সবাই ছেড়ে।
            (২৮.০৯.২০ইং)