করোনার ভয়ে অরুণা মরে
রাস্তার পাশে পরে
প্রতিবেশী স্বজন এলোনা কেহ
দু'চোখে দেখিতে তারে।
খেলার সাথী চলার সাথী
যারা ছিলো প্রিয়জন
শুনিয়া খবর রহিলো দূরে
কতনা পাষাণ মন!
নিজে না খেয়ে পরের মুখে
যে দিয়েছে খাবার তুলে
দয়া মায়াহীন নিঠুর মানুষ
তারে গিয়েছে ভুলে।
আত্মার বন্ধন ধরার বুকে
সকল গিয়েছে টুটে
প্রেম নেই আজ মানব মনে
যা আছে, শুধু ঠোঁটে।
অরুণার খবরে সবাই যখন
রহিলো দূরে সরে
কাঁদিতে কাঁদিতে মা তার
আসিলো ছুটে ধারে।
দেখে তারে জড়িয়ে ধরে
আঁচলে নিলো তুলে
স্বর্গের প্রেম হার মানিলো
সন্তান দেখে মা'র কোলে।
  (২৯.০৬.২০ইং,দুঃ১২:২৬)