মেনে নিতে হবে সব এ যুগের বাণী
মুছে ফেল নীরবে দু'চোখের পানি।
আপনার মনে যাহা নীরবে জাগে
ফেলে দিও দূরে তা তুমি ভাগে ভাগে।
সযতনে যে স্বপন এঁকেছো গো মনে
বাস্তবে তাকে তুমি পাবেনা জীবনে।
ছলনার জলে আজ মাঠ ঘাট ঢাকা
কি করে চলে বলো নীতির ঐ চাকা?
সত্যকে সত্য বলা আজ মুশকিল
বলে দিলে সব কথা খাবে ঘুশিকিল।
চোখ কান খোলা রেখে পথ চলা মানা
কানে কানে সে কথা বলে মোর নানা।
নদ-নদী খাল বিল ডোবা নালার জলে
খুশি মনে মিথ্যার ঢেউ হেসে খেলে।
আচমকা ঝড় এসে ভাঙ্গে ঘর বাড়ি
নিরূপায় হয়ে তাই কেঁদে কেঁদে মরি।
প্রেম প্রীতি রসাতলে ডুবে গেলো সব
আশার প্রদীপ নিভু নিভু জ্বলেনা সব।
            (১১/০৪/২১ইং)