চারদিকে বেদনার জল করে টলমল
জলভরা চোখে খুঁজি আমি আজো সেই জল।
ভ্রান্তকে ভালোবেসে খুঁজে ফিরি সদা পথ
আঁকাবাঁকা পথে চলে ভুলে গেছি সোজাপথ।
বেদনার ডালাপালায় ভরে গেছে মাঠ
নিজেকে তাই আর ভাবিনীকো লাট।
কান পেতে শুনি যা মনে ভরে রাখি
অসহায় ভেবে সদা শুধু চেয়ে দেখি।
চোখের তারায় আজ পড়ে গেছে ছানি
সকলের চোখে তাই দেখি শুধু পানি।
যেই আশা ছিলো মোর লালিত মনে
সেই সাধ মিঠলোনা এই জীবনে।
           (১৩.০৯.২০ইং