উপর কিংবা নীচে যাবার সাধ্য নেই যাদের
এই জগতে সবাই বলে মধ্যবিত্ত তাদের।
দুর্যোগ কিংবা মহামারী কোন দেশে হলে
তারাও কিন্তু আটকা পরে কষ্টের ঘ্যারাকলে।
খবর নিতে কেউ আসেনা ভুলেও তাদের ধারে
কেমন করে দিন রজনী কাটায় কষ্ট করে।
মান সম্মানের চিন্তা করে যায়না কারো ধারে
তিলে তিলে কষ্ট সয়ে রোগে-শোকে মরে।
আত্মসম্মান মর্যাদাবোধ চেপে রেখে বুকে
আড়াল করে মনের ব্যথা হাসে মলিন মুখে।
অনাদর আর অবহেলা নিতুই গায়ে মেখে
সহজ সরল পথে চলে অন্ন তুলে মুখে।
সুকৌশলে অনাহারীর নেয়না খাবার কেড়ে
স্বার্থ ছাড়া মানব সেবা করে জগৎ জুড়ে।
মানুষ রূপে ধন্য তারা আমার জানা মতে
শেষ পাড়িটা চাই গো আমি তাদের শান্তিরধে।
             (১৯/০৪/২০ইং)