চুপ থাকো,কথা বলো কম
এ যুগের গুণী আমি অভক্তের যম।
আঁখি মেলে দেখবেনা মনে যাহা চায়
অন্ধের মতো রবে দূরে নিরালায়।
ঢেরবেশী বুঝতে চাইবেনা কিছু
চলবে পথে ঘাটে মাথা করে নিচু।
উজর আপিত্তির নেই কোন রেশ
সকল কাজে শুধু বলবে বেশ।
দুঃখ যন্ত্রনা সব যাবে সয়ে
মেনে নিবে নীরবে প্রাণের ভয়ে।
বেশি যদি বুঝতে চাইবে কভূ
হঠাৎ করে দেব গোপনে কাবু।
শত শত পন্ডিত মোড়েতে ঘুরে
আমার টেকনিকে না খেয়ে মরে।
এ যুগের মহাজ্ঞানী জগতে আমি
ভক্তের চোখে তাই আমি দামী।
       (০৮/০৩/২১ইং)