ইচ্ছে হয় দূরে থাকি আড়ালে গিয়ে
কেহ যেন নাহি দেখে সেভাবে লুকিয়ে।
যা হবার তা হয়ে গেছে সবই তো গোপনে
জ্বালা যে কি হৃদয় জুড়ে শুধু জানে মনে।
কারো কাছে যায়না বলা বিরহে কি যন্ত্রনা
যে আগুনে হৃদয় পুড়ে চোখের  জলে নিভেনা।
আমার আশার সোনার তরী অথৈ জলে ভাসে
যে দিয়েছে কষ্ট মোরে দূর থেকে সে হাসে।
যতো পারো ব্যথা দাও, বিধি তুমি মোরে
তবু তারে হাসি মুখে রেখো জগৎ জুড়ে।
আর কিছু চাইনা বিধি তোমার
কাছে আমি
মনের আশা পূর্ণ করে ধন্য করো তুমি।
           (১৫/০৫/২০ইং)