মনের মাঝে কি যে কষ্ট নাইবা যদি কই
বুঝবে তুমি কেমন করে ওগো প্রাণের সই।
চলার পথে ভয় লাগে তাজা কুকুর দেখে
কখন জানি কি ঘটে যায় এই ভয়ের শোকে।
ধন আছে মান আছে তবু লাগে ভয়
কখন জানি এই জীবনটা হঠাৎ হয় ক্ষয়।
স্বাধীন ভাবে চলতে গেলে বিপদ ধেয়ে আসে
উচিত কথা শোনে আমার সর্বনাশী হাসে।
দেখি যাহা দু'টি চোখে গোপন রাখি প্রাণে
সাধ্য নেইকো বলার মতো যন্ত্রনা তাই মনে।