মনে রেখো
       মোঃতওহিদুল ইসলাম


এ মাটির সাথে যারা মিশে গেছে আজ
নির্ভয়ে প্রাণ খোলে করে গেছে কাজ।
হাসি মুখে প্রাণ দিয়ে সুখ গেছে রেখে
কোনদিন কেহ যেন নাহি থাকে দুখে।
প্রাণহীন এ মাটি বড় ভালোবেসে
উর্বর করে গেছে সকলেই হেসে।
কম বেশি সকলেরই আছে কিছু দান
সবুজের বুকে তাই ফলে সোনা ধান।
অতীতের কোন কাজে যদি পাও ভুল
হাসি মুখে সেখানে ফোটাবে ফুল।
সব কিছু যাও যদি অতীতের ভুলে
সৃষ্টির পূর্ণতা যাবে রসাতলে।