সোহাগ প্রদীপ জ্বেলে কভূ আর ডাকবো নাকো ভুলে
ক্লান্তির ছলে ঘুমাও প্রিয়া নিদ্রা দেবীর কোলে।
দুঃখ ব্যথা মোর জীবনের হোকনা যতই সাথী
আসবোনা আর আগের মতো চাইতে প্রেম-প্রীতি।
অজান্তে যে ভুল করেছি জীবন চলার পথে
পারবো নাকো নতুন করে চড়তে আলোর রথে।
তোমার দেয়া শত আঘাত সব গিয়েছি ভুলে
অনাদরে ঝরে পরা কুড়িয়ে ফুল তুলে।
চোখের তারায় সঙ্গোপনে মধুর স্বপন এঁকে
কোথায় গেলে হারিয়ে সখা মলিন বেশে রেখে?
মিলন মেলায় এই জীবনে আর হবেনা দেখা
দুশ্চিতায় মোর ললাটে জুড়ে যতই ভাসুক রেখা।
দু'টি মনের গোপন ব্যথা আড়ালে সব রেখে
এখন তোমার সাথী যে গো তারে রেখো বুকে।
  (০৫/০৬/২০ইং,সঃ১০:৩২)